স্টাফ রির্পোটার ঃ জগন্নাথপুর পৌরএলাকার উত্তর ভবানীপুর আলখানাপাড়া গ্রামে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সোমবার সন্ধ্যায় পুলিশ ধর্ষনচেষ্টাকারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আব্দুল মালেক (৪৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের আব্দুল মালেক তার নিজ বাড়িতে একটি কক্ষে ধর্ষনের চেষ্টার চালায়। এসময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোক ঘটনাস্থল এসে ওই লম্পটকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
জগন্নাথপুর থানার এস,আই অনির্বান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষন চেষ্টাকারীকে গ্রেফতার করেছি । এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
তাং ১১-০৫-২০১৫।
Leave a Reply