স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই কেজি গাঁজাসহ জুনেদ আহমদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ওই যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জুনেদ বাড়ী জগন্নাথপু্র এলাকার আকিল উল্লার ছেলে।
পুলিশ জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে গত মঙ্গলবার রাত ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার পুরাতন সিলেটি বাসস্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে জুনেদ আহমদকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় অপর আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল বুধবার থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া বাদী হয়ে পলাতক একজনসহ জুনেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জুনেদের বিরুদ্ধে থানায় আরও একটি মাদক মামলা রয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চলছে।