Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ২২তম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ২২তম ক্রিকেট এসোসিয়েন লীগ টুর্লামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন 
 সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। পরে  এসোসিয়েশনের সভাপতি আজহার আহমেদ ও সাধারন সম্পাদক সুবল দেবের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
।বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ,মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ক্রিকেট এসোসিয়শনের সাবেক সভাপতি তফজ্জল হক সুমন, শাহ রুহেল 
 প্রমুখ।
উদ্বোধনী ‌খেলায় বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাবকে ৫ ইউকেটে হারিয়ে পাটলী চৌধুরী বাড়ি জয়ী হয়েছে।
Exit mobile version