Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ২১তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগ সম্পন্ন, চ্যাম্পিয়ন সামি এন্ড জামি ফুটবল একাডেমিক

স্পোটস রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২১ তম উপজেলা  ফুটবল অ্যাসোসিয়েশন লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে এস ডি এ ফুটবল একাডেমি শাহারপাড়া তিলককে ৯-৮ গোলে হারিয়ে সামি এন্ড জামি ফুটবল একাডেমি পশ্চিম ভবানীপুর চ্যাম্পিয়ন হয়।

পরে অ্যাসোসিয়েশনের সভাপতি ওলিউর রহমান ওলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, ২য় পুরস্কার দাতা লন্ডন প্রবাসী মুজিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ রুহুল আমিন রাহুল, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মশাহিদ আহমেদ ভূঁইয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইঁয়া, ক্রিড়াপ্রেমিক আফজল হুসেন ফজর আলী, ইতালি প্রবাসী নাসিম আহমেদ রুয়েল, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজির, আবু ছালেহ প্রমুখ।

পরে চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে দ্বিতীয়  পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন অতিথি বৃন্দ।

এদিকে, খেলার শুরুর আগে উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত মাহবুবুর রহমান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ২১ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগে ১৬টি দল অংশ গ্রহণ করে।

Exit mobile version