বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুরে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাতদিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদানের পরও শতভাগ কাজ শেষ হয়নি এখন পর্যন্ত। তবে বাঁধের নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ সম্পন্ন কথার সময়সীমা থাকলেও কাজ শেষ হয়নি একটি প্রকল্পেরও। গত ১ মার্চ উপজেলার ৯২টি বাঁধের পিআইসিদের নিয়ে ইউএনও সভা করেন। ওই সভায় সাতদিনের মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য ইউএনও নির্দেশ প্রদান করেন পিআইসিদের। দ্বিতীয় মেয়াদে বাড়ানো সময় আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। কিন্তুু এখনও পর্যন্ত বেড়িবাঁধের কাজ শেষ হয়নি। তবে কাজের অগ্রগতি হয়েছে।
নলুয়া হাওরের বাঁধের কাজে নিয়োজিত পিআইসি’র সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইউসি সদস্য রনধীর কান্ত দাস নান্ট বলেন, সাতদিনের নির্দেশনার মধ্যে কাজ শেষ করতে না করলেও কাজের অগ্রগতি হয়েছে। দিনরাত আমরা কাজ করছি। আশা করছি সপ্তাহখানিকের মধ্যে কাজ শেষ করতে পারব।
আরেক পিআইসি ওই ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, মাটি কাটার শ্রমিক ও মেশিনের সংকটের কারনে কাজ সম্পন্ন করা যায়নি। আরো ৫/৬ দিনের মধ্যে সম্পন্ন কাজ শেষ করা যাবে বলে আশা করছি।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, নির্দেশ প্রদানের পর বাঁধের কাজের প্রচন্ড গতি বেড়েছে। প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাঁধের কাজে কোনো ধরনের গাফিলতি কিংবা অনিয়ম বরদাশত করা হবে না বলে তিনি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার বোরো ফসল রক্ষায় ৯২টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করা হয়েছে। এর মধ্যে উন্নয়নখাত (এডিপি) থেকে বরাদ্দ দেয়া হয়েছে চার কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা, কাবিটা (অনন্নয়নখাত) থেকে বরাদ্দ দেয়া হয়েছে ১০ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা। ১৫ ডিসেম্বর কাজ শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও প্রাক্কলন তৈরী করে কার্যাদেশ প্রদানে বিলম্ব হওয়ায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
Leave a Reply