গত শুক্রবার জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে, ইকড়ছই ফুটবল একাডেমীর উদ্যেগে, ২য় ইকড়ছই নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়।
টুর্নামেন্ট উদ্বোধনি অনুস্টানে স্বাগত বক্তব্য রাকেন ১ম পুরুষ্কার ফ্রিজ দাতা জগন্নাথপুর ব্যাসায়ী ওয়াল্টন শু রুম পপুলার ইলেক্ট্রনিকস এর ব্যাবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন বেলাল। প্রধান অথিতির বক্তব্য ও টুর্নামেন্ট উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিশেষ অথিতির বক্তব্য রাকেন উপজেলা আওয়ামীলীগ এর সহ প্রচার সম্পাদক ফিরুজ আলি। জগন্নাথপুর বাজার ব্যাবসায়ী মাহিমা রেস্টুরেন্ট এর প্রোপাইটর মকবুল হোসেন ভুইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি আবু সালেহ জয়েন্ট সেক্রেটারি হাসান আদিল, সালমানুর রহমান, মইনুল, শামীম, প্রমুখ উক্ত টুর্নামেন্ট এ ৬৪ দল অংশ গ্রহন করে উদ্বোধনি খেলায় বিশ্বনাথ যে এফ সি র সাথে ঘোশগাও ১১ স্টার ২-১ গোলে জয় লাভ করে ম্যাচ পরিচালনা করেন সামিনুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তি