Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ১৮তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগের উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৮ তম উপজেলা  ফুটবল অ্যাসোসিয়েশন লীগের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৮ তম ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি হাসান আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ১-০ গোলে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমিকে হারিয়ে জয়ী হয়।
উল্লেখ্য, ১৮ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগে এবার ১২টি দল অংশ গ্রহণ করছে। এছাড়া খেলার শুরুতে উপজেলা ক্রিড়া সংস্থা সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমানের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Exit mobile version