স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে ১৫৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ৩৪ জন মাঠ পরিদর্শকদের মধ্যে ব্যাগ এবং রেইনকোর্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সস্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এ উপকরনগুলো বিতরন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস,এম আবদুল হাকিম, প্রাথমকি শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনসহ প্রশাসনিক কর্মকর্তা শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিল ছিলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জানান, জগন্নাথপুরের ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪টি ফুটবল ও ১৪টি ক্যারাম বোড বিতরন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের ৩৪ জন মাঠ কর্মীদের মধ্যে ৩৪টি ব্যাগ ও ৩৪ রেইনকোর্ট দেয়া হয়।
Leave a Reply