স্পোর্টস রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়শনের ১৪ তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে ফাইনাল ম্যাচে অংশ নেয় সৈয়দপুর জুনিয়ব ফুটবল একাডেমি ও রানীগঞ্জ ফুটবল ক্লাব। খেলায় ০৪ শুণ্য গোলে রানীগঞ্জ ফুটবল ক্লাবকে হারিয়ে বিশাল জয়ের মাধ্যমে শিরোপা জিতে নেয় সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমী।
খেলা শেষে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়শন সভাপতি সুহিন আহমদ দুদু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনা মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় বিশিষ্ট গনমাধ্যব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন রিয়াদ খান।