স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩ মাদকসেবীকে আটকের পর জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ-পরিদশক আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ ওিই গ্রামের আলা উদ্দিনের বাড়িতে আসর বসিয়ে গাঁজা সেবনকালে ৭৪ পুরিয়া গাঁজাসহ ফতেহপুর গ্রামের মৃত আছির উল্লার ছেলে আলা উদ্দিন (৫৫), মাসুক মিয়ার ছেলে শানুর মিয়া (৩৫), পার্শ্ববর্তী পীরেরগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহেল মিয়া (৩৩), মৃত ছোপানদী উল্লার ছেলে ছুরত আলী (৬০), মৃত রইছ আলীর ছেলে একিন আলী (৬০), হুরমত আলীর ছেলে আলী রেজা (২৫), আব্দুল মতলিবের ছেলে কামরুল ইসলাম (৩৫), ইছরাক আলীর ছেলে জিলুর মিয়া (৩৮), চিতুলিয়া গ্রামের মৃত কিছমত উল্লার ছেলে নেছার আলী (৪০), আব্দুল হান্নান (৩৫), জালালাবাদ গ্রামের মৃত রইছ আলীর ছেলে খেলাই মিয়া (৪০), শ্রীরামসি গ্রামের মৃত মধু মিয়ার ছেলে আব্দুস শহীদ (৩৫) ও মৃত আব্দুল গফুরের ছেলে হারিছ আলী ওরফে আদম আলী (৫০)সহ ১৩ জন গাঁজাখোরকে আটক করে থানায় নিয়ে আসেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ২০০ টাকা করে জরিমানা আদায় করে আটককৃত ১৩ গাঁজাখোরকে ছেড়ে দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ূন কবির। জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির বলেন, জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ২০০টাকা করে জরিমানা করেন।
Leave a Reply