–
স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। বাংলাদেশ আজ সারা বিশ্বের একটি আদর্শ। তিনি আজ শুক্রবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আদর্শ কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১কোটি ২০লাখ টাকা ব্যায়ে একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী বলেন, আপনাদের সেবক হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই। সে জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি । তিনি বলেন দু একটা ভাল কাজের মধ্যে আজকে একটি ভাল কাজ করতে পেরে গর্বে মনটা ভরে গেছে। আওয়ামী লীগের কর্মসূচী ও শিক্ষার আওতায় ৫কোটি টাকা ব্যায়ে ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে সৈয়দপুর আদর্শ কলেজের ৪তলা ভবন নির্মিত হবে। তিনি কলেজটির সার্বিক উন্নয়নে তার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন আপনাদের দোয়ায় আমার এই ৭টি বছরের দায়িত্বে শিক্ষার উন্নয়নে ব্যায় করেছি। তিনি সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরের বিভিন্ন রাস্তার প্রসঙ্গ তুলে ধরে বলেন ইতো মধ্যে ক্ষতিগ্রস্থ সড়কগুলোতে সংস্কার কাজ শুরু হয়েছে। হতাশ হওয়ার কোন কারন নেই। ক্ষোভ এবং হতাশায় ক্ষতি হবে। বুকে বল রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিমন্ত্রী জগন্নাথপুরসহ সারা দেশের যোগাযোগ শিক্ষাসহ সর্বোপরী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন শেখ হাসিনার নির্দেশ সাকোঁ বিহীন বাংলাদেশ। সে লক্ষে বড় বড় সেতু, ব্রীজ, কালভার্ট নির্মিত হচ্ছে। বিদ্যুৎ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন সারা দেশে বিদ্যুতের ৮০ভাগ কাজ শেষ হয়েছে। শেখ হাসিনার সরকারের সময়ের মধ্যেই বাকি ২০ভাগ কাজ শেষ করা হবে। প্রতিমন্ত্রী এম এ মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা শিক্ষায় বলিয়ান হয়ে গর্বের সঙ্গে মানুষ হিসেবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মেধা ভিত্তিক শিক্ষার্জনে মনযোগী হওয়ার আহবান জানান। প্রতিমন্ত্রী সৈয়দপুর আদর্শ কলেজ নিয়ে তার ব্যক্তিগত অনেক প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন এ কলেজটিকে ডিগ্রী কলেজে উন্নীত করনসহ এমপিও ভুক্তি করনের প্রতিশ্রুতি দিয়ে সৈয়দপুর আদর্শ কলেজকে বাস্তবিক আদর্শ কলেজে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কলেজটির সড়ক যোগাযোগের উন্নীত করনেও তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও কলেজটি প্রতিষ্টায় এ এলাকার প্রবাসীসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান। সৈয়দপুর আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্টাতা সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাসান। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী মল্লিক শাকুর ওয়াদুদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধার সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, প্রভাষক মিজান আহমদ, প্রভাষক সমীর সুত্রধর, প্রভাষক আবুল ফজল মুন্না প্রমূখ।
Leave a Reply