স্টাফ রিপোর্টার-হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ায় সিলেটের বিশিষ্ট কমিউনিটি নেতা রাজনীতিবীদ সমাজসেবক সুদীপ রঞ্জন সেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির উদ্যাগে শনিবার বিকেলে এ সংবর্ধনা প্রদান করা হয়। মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সুকেন্দু বৈদ্য,সিলেট মহানগর পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বৈষ্ণবরায় ধাম সংরক্ষণ কমিটির সিনিয়র সহ সভাপতি মানিক লাল দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি ডাঃ দিব্য রঞ্জন দে। শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ জিউর আখড়ায় কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। গীতা পাঠ করেন শিক্ষক অনন্ত পাল।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, সংখ্যাঘুদের অধিকার সংরক্ষণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দুটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাজ করছে। তিনি বলেন, আমাদেরই কিছু লোক ব্যক্তিস্বার্থে দেবত্তোর সম্পত্তি গ্রাস করছে এদের কে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি জগন্নাথপুরের এদুটো সংগঠনের কমিটি পুনগঠনের পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব বলেন, সংখ্যাগুরু সম্প্রাদায়ের উন্নয়নের জন্য ফাউন্ডেশন থাকলেও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কোন ফাউন্ডেশন নেই।আমাদের দীর্ঘদিনের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্য ফাউন্ডেশন তৈরি করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বৈষ্ণবরায় ধাম সংরক্ষণ কমিটির সিনিয়র সহ সভাপতি মানিক লাল দে বলেন, আজকের সংবর্ধিত অতিথি ট্রাস্টি মনোনীত হওয়ায় আমরা সিলেটবাসী গর্বিত। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।আমরা বিশ্বাস করি তাঁর নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়ন হবে।
পরে সংবর্ধিত অতিথি সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করেন খাশিলা নৃসিংহ জিউর আখড়ায় উন্নয়ন ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সভাশেষে অতিথিরা বাসুদেব মন্দির পরিদর্শন করেন।