স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসী নারী আহত হয়েছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। জানা গেছে, পৌর এলাকার ছিলিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শাহিদের প্রবাসী স্ত্রী জান কে মিউ কে নিয়ে বেশ কিছুদিন ধরে পৈত্রিক বাড়িতে বসবাস করছিলেন। তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের চাচাত্বো ভাই আক্তার হোসেনের সাথে মামলা মোকদ্দমা চলছিল। এঘটনার জের ধরে রোববার সকালে প্রবাসী আব্দুস শাহিদ নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে প্রতিপক্ষ আক্তার হোসেন এতে বাধা দেন। এক পর্যায়ে আক্তার হোসেনের লোকজন হামলা চালিয়ে প্রবাসী আব্দুস শাহিদের স্ত্রী বিদেশী নাগরিক জানকে মিউ কে আহত করে। তিনি আহতবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট গিয়েছেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Leave a Reply