স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রামের নিকটবর্তী নলুয়ার হাওরে বুধবার সকালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে পিতা পুত্র গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় উপজেলার হিজলা গ্রামের আজব উল্যাহ(৭০) তার ছেলে দুদু মিয়া (৩৫) ওই দিন সকাল ১০টায় স্থানীয় নলুয়ার হাওরে জমির কচুরিপনা পরিস্কার করতে গেলে পাশ্ববর্তী নাদামপুর গ্রামের আছিম উল্যার নের্তৃত্বে ৭/৮ জনের রামদা ও ধারালো অস্ত্র দিয়ে আজব উল্যাহ ও তার ছেলে দুদু মিয়ার ওপর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের রামদার কুপে আজব উল্যা ও তার ছেলে দুদু মিয়া গুরুতর আহত হন। আজব উল্যার হাতে ও শরীরের রামদার ছেদ রয়েছে। দুদু মিয়ার মাথায় রামদার ছেদ রয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য আছিম উল্যাহ নাদামপুর গ্রামের চাঁন বিবি(২২) হত্যা মামলার প্রধান আসামি।
Leave a Reply