স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরের বড্ডর বেড়িবাধঁ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। ফলে ১৫ হাজার হেষ্টর বোরো ফসল ঝুকির মুখে পড়েছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে দূর্বত্তরা বাধঁটি কেটে দিয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির উপজেলার নদনদীতে পানি বাড়ছে। রোববার ভোর রাত থেকে মইয়ার হাওরের পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বড্ডর বেড়িবাধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করেছে। এ বাধঁ ভেঙ্গে যাওয়ায় উপজেলার প্রধান নলুয়ার হাওরে পানি প্রবেশ করার আশংকা দেখা দিয়েছে। কৃষকার জানিয়েছেন এখনও হাওরের ৬০ ভাগ ধান কাটাঁ বাকী রয়েছে। বাঁধ ভেঙ্গে যাওয়ায় দুই হাওরের ১৫ হাজার হেক্টর বোরো সফল পানিতে তলিয়ে যেতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর ও কৃষি কর্মকর্তা আসাদ্দুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ্দুজামান জানান, এ বছর নলুয়া ও মইয়ার হাওরসহ প্রায় ২৫ হাজার হেক্টর বোরো ফসলের চাষাবাদ করা হয়। ইতিমধ্যে ৬০ ভাগ ধান কাটাঁ সম্পন্ন হয়ে গেছে। ভেঙ্গে যাওয়া বেড়িবাধে সংস্কারের চেষ্টা চলছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থল এসে বাধঁ পরির্দশন করে ধারনা করছি দূর্বত্তরা শনিবার রাতের আধারে বেড়িবাধঁটি কেটে দিয়েছে। বাধঁ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply