Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে হাওর থেকে ধান নিয়ে বাড়ী ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

স্টাফ রিপোর্টার::

হাওরে বোরো ধান কেটে বাড়ী ফিরে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল কাদির নামের এক যুবক।
হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে।
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত বক্কর আলীর ছেলে আব্দুল (৩০) সোমবার স্থানীয় গ্রামের রাঙাকিত্তা হাওরে বোরো ধান তোলার কাজে যান। হাওর থেকে বিকেলে বাড়ী ফিরে গোসল শেষে
চা বিস্কুট খাওয়ার পর হঠাৎ করে বুকে ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস
জানিয়েছেন, হাসপাতলে নিয়ে আসার আগেই তিনি  মারা গেছেন।
রাত সাড়ে ১১টার দিকে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল মুকিত কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা দুই ভাই হাওর থেকে ধান কেটে ট্রলিতে ধান বোঝাই করে বাড়ী ফিরে আসি।আমার ছো ভাই গোসল করে পান বিস্কুট খাওয়ার পর হঠাৎ করেই  বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে আমরা সঙ্গ সঙ্গে উপজেলা কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎকরা
তিনি জানান, ইউরোপের ইতালি যাওয়ার কাজ চলছিল তার। এরমধ্যে বিদেশের সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু ইতালি আর যাওয়া হলো না বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য  এমদাদ আহমদ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা একই সাথেই হাওরে কাজ করছিলাম। বিকেলে শুনি হৃদ ক্রিয়া বন্ধ হয়ে  কাদির মারা গেছে। অবিশ্বাস্য এ মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।
Exit mobile version