স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে হতদরিদ্র মানুষের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,উপজেলা অাওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্মতা ওসি হারনুর রশিদ চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
শাহাদাৎ হোসেন ভুইয়া,প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন প্রমুখ এবার ৮০জন দরিদ্র পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয়।
জগন্নাথপুরে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মান্নান
