স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা মৃত্যু হয়েছে। সোমবার সকালে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বলবল গ্রামের মৃত আবদুল বারিকের মেয়ে দিলারা বেগম (৩৫) রাস্তা পারাপারের সময় জগন্নাথপুর বাস থেকে সুনামগঞ্জের উদ্যোগে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় গাড়ীর চালক পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা বাসটি আটক করেছে।
ঘটনাস্থল থেকে জগন্নাথপুর থানার এস,আই মিজানুর রহমান দুপুর ১২ টায় ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তিনি জানান, মৃত মহিলা বাপের বাড়ি থেকে তার স্বামীর সঙ্গে শশুরবাড়ি দক্ষিন সুনামগঞ্জের আসনাবাদ গ্রামে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এসময় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মোরছালিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।