স্টাফ রির্পোটার :: মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে বুধবার দুপুরে জগন্নাথপুরের অটো-রিকশা- লেগুনা- ইমা-টেম্পু সমিতির শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। দুপুর ১২টায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস নামক স্থানে শ্রমিকরা ঘন্টাব্যাপী জগন্নাথপুর-সুৃনামগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ইউএনও অফিসের সামনে অবস্থান নেয়।
এ সময় জগন্নাথপুরের অটো-রিকশা,লেগুনা সিএনজি ইমা-টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতা আজিজুর রহমান শ্রমিকদের উদ্যোশ্যে বক্তব্য রেখে কর্মসূচী বিরতি ঘোষনা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করি। বিষয়টি সমাধানে জেলা পর্যায়ে আলোচনা চলছে। আশা করছি, এক সপ্তাহর মধ্যে এ সমস্যা সমাধান হবে।
Leave a Reply