স্টাফ রিপোর্টার:: শোকের মাসের প্রথম দিনে গঠনতন্ত্র লঙ্গন করে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় গত দুই দিন ধরে জগন্নাথপুর ক্ষোভের আগুনে জ্বলছে। বিক্ষোব্দ নেতাকর্মীরা রোববার দ্বিতীয় দিনের মতো জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন করে প্রতিবাদ সভার মাধ্যমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্বরন ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীসহ অবৈধ অগঠনতান্ত্রিক সন্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক রুমেন মিয়া কে অবাঞ্চিত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতাকর্মীরা দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পৌর পয়েন্ট, হাসপাতাল পয়েন্ট,কেশবপুর বাজার ও ইকড়ছই মাদ্রাসা পয়েন্টসহ গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কল্যান কান্তি রায় সানীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, দপ্তর সম্পাদক সায়মন হোসেন রুমেন, ছাত্রলীগ নেতা নাসির আহমদ, তোফাজ্জল হক সুমন, আবু হেনা, মাহমুদুল হাসান হিবলু, মাহবুুব হোসেন, জাবের আহমদ তালুকদার,হাসান তালুুুকদার, মল্লিক মনসুর, আব্দুল আলীম, সজীব রায় দূর্জয়, সুফি মিয়া,আতিকুর রহমান, জিন্নাহ আহমেদ, শাহ রুহেল আহমদ, মাছুম আহমদ, মুহিবুর রহমান লিটু প্রমুখ। উল্লেখ্য শুক্রবার গভীর রাতে উপজেলা ছাত্রলীগের কমিটি থাকা স্বত্বেও ছাত্রলীগ নেতা শাহ সাহেদকে সভাপতি ও রুমেন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। এরপর থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গঠনতন্ত্রকে লঙ্গন করে শোকের মাসে কমিটি ঘোষনা করায় নেতাকর্মীরা উক্ত কমিটি বাতিলের দাবীতে শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুতাও ঝাঁড়– মিছিল দিয়ে তাদের কুশপত্তলিকা দাহ করা হয়। গত দু’দিন ধরে কমিটি গঠন হলেও নবগঠিত সন্মেলন প্রস্তুুতি কমিটির কাউকে মাঠে দেখা যায়নি।