স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যেগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী. পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর. উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আহমদ হোসেন তানিন. এমদাদুল হক সুমন. সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ. প্রচার সম্পাদক আক্তার হোসেন. পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফজর আলী. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে কেক কেটে জন্মদিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।