স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যােগে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, সাংগঠনিক সম্পাদক কয়েছ মিয়া, সুহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহানুল হক,
পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি সাবাজ মিয়া, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাবেক আহবায়ক সাইফুল ইসলাম,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবিনুর রহমান রাসেল।
সভায় জেলহত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানান বক্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহুর মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা হীরা মিয়া, সেলিম আহমদ, বদরুল ইসলাম, মুজাহিদ, ইমদাদ চৌধুরী, তাহের চৌধুরী, মুক্তাদীর আহমদ, রিপন মিয়া, ছুফি মিয়া, হিমানিষ প্রমুখ।