জগন্নাথপুর উপজেলার তিন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একসভায় এই ঘোষনা করা হয়। বিলুপ্ত ইউনিয়ন কমিটিগুলো হলো মীরপুর, চিলাউড়া-হলদিপুর ও রানীগঞ্জ ইউনিয়ন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনি মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো সিন্ধান্ত হয় মুজিববর্ষ উদযাপনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি পালন করা হবে। এছাড়া জগন্নাথপুরের কৃতি সন্তান স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের আগামী ১৪ জানুয়ারী জন্মবার্ষিকী পালন করা হবে।