স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক মোতাহির আলীকে সাধারন সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে রানীগঞ্জের বাসিন্দা আকমল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা এমদাদুর রহমান সুমন। এছাড়াও সহ সভাপতি করা হয়েছে মোতাহির আলী নুনু আরেক যুগ্ম সাধারন সম্পাদক করা হয়েছে সৈয়দ আহমদ হোসেন তানিন। অপর দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদকে সভাপতি ও সাবেক সদস্য সচিব কবির আহমদকে সাধারন সম্পাদক করে পৌর কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৫দিনের মধ্যে উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply