Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে স্বেচ্ছাশ্রমে সেতুর বিশাল গর্ত মেরামত করল এলাকার যুবকরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে কয়েকজন যুবক স্বেচ্ছাশ্রমে একটি সেতুর বিশাল গর্ত সংস্কার করেছে।

আজ সোমবার গোয়ালকুড়ি গ্রামের রত্না নদীর ওপর নির্মিত সেতুর ওপরের একাংশের সৃষ্ট গর্তটি স্থানীয় যুবকরা ইট, বালু ও পাথর দিয়ে মেরামত করেছে। এতে খুশি হয়েছেন এলাকাবাসি।

স্থানীয় এলাকাবাসি জানান, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আওতাধীন পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি এলাকা দিয়ে বয়ে যাওয়া রত্ন নদীর ওপরে নির্মিত সেতুর ওপরের একাংশ অনেকদিন ধরে একটি বড় গর্ত সৃষ্টি হয়। ফলে ওই সেতু দিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসছিল। সম্প্রতি স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাকের ওয়ার্ডের ১২জন যুবক কে নিয়ে ‘স্বেচ্ছাসেবক’ নামে একটি কমিটি গঠণ করেন। কমিটির সদস্যরা হলেন গোয়ালকুড়ি গ্রামের সুজন আলম, কামরান আহমদ, রবিউল আলম, সুহান আহমদ, রুহেল মিয়া, সাম্রাট গ্রামের শিপন মিয়া, রুহিন আহমদ, কামাল আহমদ, জাকির আহমদ, অলি আহমদ,কামিনীপুর গ্রামের মোজাক্কির মিয়া ও সায়েদ মিয়া। ওই কমিটির স্বেচ্ছাসেবকরা আজ  ইউপি সদস্য আবু সাকের সহযোগিতায় সেতুর গর্তটি মেরামতের কাজ করেন। তাঁরা গ্রামের কারো বাড়ি থেকে ইট, বালি ও পাথর নিয়ে স্বেচ্ছাশ্রমে গর্তটি অস্থায়ীভাবে সংস্কার করেছে। যুবকের কাজে এলাকার লোকজন খুশি ।

স্বেচ্ছাশ্রমে কাজে অংশ নেয়া শিপন মিয়া নামে এক যুবক বলেন, আমি একজন কলেজ শিক্ষার্থী। আমাদের এলাকায় একটি সেতুর ওপরে দীর্ঘদিন ধরে একটি গর্ত রয়েছে। ওই গর্তটি দিন দিন আরো বিপদজনক হচ্ছে। তাই আমাদের মেম্বার আবু সাকের ভাইয়ের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। সে জানায় লেখাপড়ার পাশাপাশি এলাকার সামাজিক কাজে আমরা কাজ করব।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাকের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের ওয়ার্ডের উদিয়মান ১২ যুবকের সমন্বয়ে আমরা একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠণ করেছি। এরমধ্যে ৫জন রয়েছেন শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি সামাজিক কাজে তাদের প্রচন্ড আগ্রহ রয়েছে। তাদের আগ্রহে স্বেচ্ছাশ্রমে সেতুর ওপর বিরাজমান বড় গর্তটি মেরামত করা হয়েছে। গ্রামের লোকজন ইট, বালু আর পাথর দিয়েছেন। যুবকের কাজে খুশি এলাকার লোকজন।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version