স্টাফ রির্পোটার ::-জগন্নাথপুর পৌর শহরে একটি আবাসিক হোটেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে এক বখাটে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল (নারাইনকুড়ি) গ্রামের কবির মিয়া তার স্ত্রীকে (২৫)নিয়ে বুধবার রাত ৯টায় রাত্রি যাপনের জন্য সানলাইট আবাসিক হোটেলে একটি রুম ভাড়া নেন। রাত ১১ টায় দিকে পৌরএলাকার ইকড়ছই গ্রামের তাজউল্লার পুত্র বখাটে সেলন মিয়ার (ভান্ডারী) নেতৃত্বে ৩/৪ অজ্ঞাত যুবক রুমে প্রবেশ করে অস্ত্রের মুখে ধর্ষিতার স্বামীকে বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। এর পর অজ্ঞাত যুবকরা পালাক্রমে ধর্ষনের চেষ্টা চালাতে গেলে মহিলা হোটেলের ছাদ থেকে নিচে লাফ নেন। এ সময় তিনি গুরুত্বর আহত হন। তাকে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাস্থল পরির্দশন কারী এস,আই কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় হোটেল ম্যানেজার জগন্নাথপুর গ্রামের কোয়াজ আলীর পুত্র রাকিব উল্লা কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ধর্ষনকারীকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।