স্টাফ রিপোর্টার:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে আজ সোমবার নানা কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্জন করে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত রায়ের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইযুম মশাহিদ, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, মনু মোহাম্মদ মতছির, দ্বিপাল কান্তি দে, সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি সায়মন হোসেন, আব্দুল মোমিন নাসির, সুফি মিয়া, মুহিবুর রহমান লিটু, হিবুল তালুকদার, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিদ্যুৎ দাস, রানীগঞ্জ রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহবুব তালুকদার, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভির প্রমুখ।
Leave a Reply