জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আকমল হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, আবুল হাসান, উপজেলা আওয়ামীগীলের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ। সভায় যথাযোগ্য মযাদায় দিবসটি উদযাপনে বিভিন্ন কমসূচী গ্রহন করা হয়।