স্টাফ রিপোর্টার :: সামাজিক সংগঠন স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে স্টুডেন্ট’স কেয়ার বিজয় ক্রিকেট টি টেন টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় টুর্ণামেন্টের আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ। এ উপলক্ষে পৌর শহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়াম প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্টাতা সদস্য শামিম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট’র কেয়ার এর সভাপতি মাছুম আহমদ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্ট’র কেয়ারের সদস্য জামাল মিয়া, আমিনুর রহমান হিমেল, কামরুল হাসান সাজু, আলী হোসেন, জুয়েল মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।
পরে উদ্বোধনী ম্যাচে নন্দীরগাঁও ক্রিকেট ক্লাবকে হারিয়ে কেশবপুর ক্রিকেট ক্লাব জয়ী হয়েছে।
Leave a Reply