আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুরে এক স্কুল শিক্ষিকা অপহরনের অভিযোগ উঠেছে। বিয়ে নিয়ে নানা নাটকীয়তার কারণে স্কুল শিক্ষিকাকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই শিক্ষিকার এক স্বামী ও শশ্বুরবাড়ির লোকজন। জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী গ্রামের মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্যের ছেলে সুনামগঞ্জ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী রাজিব রাজ বৈদ্যর সাথে একই গ্রামের রনজিৎ বৈদ্যের মেয়ে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মন দেয়া নেয়া চলছিল। গোপনে তারা কোট ম্যারিজের মাধ্যমে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে না মেনে শিক্ষিকার্র পরিবারের লোকজন মৌলবীবাজার মতারকাপন গ্রামের কানু বৈদ্যের ছেলে উজ্বল বৈদ্যে (একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের) নিকট বিয়ে দেন। সামাজিক ও ধমীয় রীতিতে এবিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের প্রায় এক মাস পর ফেরা যাত্রায় এলে মেয়েটি পালিয়ে তার আগের ভালোবাসার মানুষ স্বামী রাজিব বৈদ্যর কাছে চলে যায়। এ নিয়ে দু্ই পরিবারের মধ্যে গত দুই মাস ধরে চলছে নানা বিরোধ। শনিবার সকালে মেয়েটিকে অপহরন করা হয়। রসরাজ বৈদ্যের পরিবার থেকে মেয়েটির বাবা কাকা অপহরণ করছেন বলে অভিযোগ করছেন। অপরদিকে মেয়েটির পরিবার বলছে মেয়েটিকে তার স্বামী মৌলবীবাজার নিয়ে গেছেন। মেয়েটের বৈধ স্বামী দাবীদার রাজিব রাজ বৈদ্য বলেন, আমার স্ত্রীকে জোর করে অপহরণ করা হয়েছে। আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। তিনি জানান, তার স্ত্রী এর আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করে অপরনের আশংকার কথা জানিয়েছিল। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার জগন্নাথপুর থানাকে অবহিত করেছেন। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, একপক্ষ এবিষয়ে লিখিত অভিযোগ করবে বলে থানায় এসেছিল। আমরা তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।