স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বুধরাইল গ্রামের আব্দুল তাহিদের সাথে একই গ্রামের আব্দুল আহাদের পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে রোববার রাতে আব্দুল তাহিদের ছেলে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সুজন মিয়া (১৬) বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল আহাদের লোকজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এতে সে গুরুতর আহত হয়। সোমবার এলাকাবাসীর প্রচেষ্ঠায় তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মধু সুধন ধর জানান, ছেলেটির পিঠে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়াও শরীরের কয়েক জায়গা আঘাত রয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।