স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের ছইল মিয়ার ছেলে মোস্তাকিন আহমদ (২০) বেশ দিন ধরে ওই এলাকার এসএসসি পরীক্ষার্থী এক স্কুল যাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। এব্যাপারে ওই ছাত্রীর বাবা জগন্নাথপুর থানায় গত বুধবার জগন্নাথপুর থানায় একটি মামলার দায়ের করেন। যারপ্রেক্ষিতে পুলিশ রাতে আসামিকে তার নিজ গ্রাম থেকে আটক করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।