স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ,শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের দিনমজুরের মেয়ে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষিতা ১২ বছরের শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মেয়েটির মা ছফিনা বিবি বাদী হয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন। মামলায় মেয়েটির মা উল্লেখ করেন, নারায়নপুর গ্রামের রফিক উল্যার ছেলে দিলাল মিয়া গত ১০ সেপ্টেম্বর জোরপূর্বক একই গ্রামের হিরা মিয়ার বাড়িতে নিয়ে বসত ঘরে আটক করিয়া জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষন করে। বিষয়টি আমার ১২ বছরের স্কুল পড়–য়া মেয়ে আমাকে অবহিত করলে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করি। কেউ কেউ আমাকে বিষয়টি দেখে দেয়ার কথা বলায় আমি অসহায় নারী হিসেবে তাদের কথায় অপেক্ষা করি। কিন্তুু তারা কোন পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে বিষয়টি আমি স্থানীয় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করি। তার পরামর্শে আমি সোমবার জগন্নাথপুর থানায় অভিযোগ দেই। মেয়েটির মা ছফিনা বিবি লিখিত অভিযোগে আরো বলেন, আমি একজন গরীব অসহায় নারী। যে লম্পট আমার মেয়ের সর্বনাশ করেছে আমি তার বিচার দেখতে চাই। সেয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদে ওই নারী এসে তার মেয়েকে নিয়ে কান্নাকাটি করে বিষয়টি অবহিত করায় আমি আইনের আশ্রয় নিতে থানায় যেতে বলেছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়ে মামলা হিসেবে রের্কড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্ঠা চলছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply