বিশেষ প্রতিনিধি::
সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের প্রবাসী জমাত উল্লার ছেলে শাহপরান মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইমন আহমদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালকের শাস্তি দাবিতে আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও শাহপরান মডেল হাইস্কুলের আয়োজনে স্থানীয় নাদামপুর পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। পরে এলাকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও নোমান আহমদ সাদির পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ, আওয়ামী লীগ নেতা নুরুল হক, সিরাজ মিয়া, স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, শিক্ষক শাহজাহান সিরাজ, রুহুল আমিন, অলিউর রহমান, শের আলী, রাহিম মিয়া ও ইয়াকুব আলী।
সভায় বক্তারা বলেন, অনেকদিন ধরে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সহীন অবৈধ যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে আসছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত ২ অক্টোবর একটি লাইসেন্সবিহীন লেগুনার চাপায় ঘটনাস্থলেই স্কুলছাত্র ইমন নিহত হয়। ওই ঘটনায় চালককে আসামি করে থানায় মামলা করা হলেও এখনও গ্রেপ্তার করা হয়নি। দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
পরে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ছাতক উপজেলার শক্তিরগাঁও গ্রামের বাসিন্দা গাড়িচালক হাসান মিয়াকে আসামি করে ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২ অক্টোম্বর বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জগন্নাথপুর সদর বাজারের উদ্দেশে বের হয় ইমন আহমদ। জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের হিজলা এলাকার নিকটবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি লেগুনার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ইমন আহমদ।
Leave a Reply