স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ববপুর গ্রামের সৌদি আরব প্রবাসী দুই সহোদয়ের ঘরে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিন্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদলের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন।
ডাকাতির শিকার পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ঝুনু মিয়া ও তার ভাই সৌদি প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে শনিবার রাত দেড়টায় ১০/১২জনের একদল মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রেরমুখে জিন্মি করে নগদ টাকা স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের হামলায় ঝুনু মিয়ার মা মালেকা বেগম(৭০), ও ভাই কানু মিয়া (৪৫) আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতরা ঝুনু মিয়ার ঘর থেকে সাড়ে তিনভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা এবং শহিদুল ইসলামের ঘর থেকে ৮ ভরি র্স্বণালংকার ও নগদ ৪০ হাজার টাকাসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় গ্রামে ডাকাত পড়েছে বলে স্থানীয় মসজিদে মাইকিং করা হলে গ্রামবাসী দলবেধে ওই বাড়িটি ঘেরাও করেন। তবে গ্রামবাসী আসার পূর্বেই ডাকাতরা অস্ত্রেরমুখে পরিবারের লোকজনকে জিন্মি করে ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
Leave a Reply