স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে নগদ প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতি বছর সামাজিক সংগঠন সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হলেও গত কয়েক বছর থেকে বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রভাবে দিনমজুর, শ্রমজীবি দরিদ্র পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে নগদ অর্থ নিয়ে দাঁড়িয়ে ছিল সোস্যাল ডেভলপমেন্ট অর্গারনাইজেশন।
সংগঠনের চেয়ারম্যান মো. রেজাউল হকের পিতা সংগঠনের পৃষ্টপোষক জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের বাসিন্দা মো:ফজলুল হক ও তার ভাই যুক্তরাজ্য প্রবাসী সৈয়দুল হক, নজরুল হক, এনামুল হক, আইনুল হক, জামানুল হক, জিয়াউল হক ৭ ভাইয়ের পরিবারের অর্থায়নে প্রায় আড়াই লাখ টাকার অর্থ সহায়তা রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।