Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সৈয়দপুর ইয়্যাংস্টার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ইয়্যাংস্টার ক্রিকেট টুর্নামেন্ট এর ২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সৈয়দ আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে মোঃ আসাদের পরিচালনায় উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসেন ইয়াংস্টার ত্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃগোলজার (কোরেশী)।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃশায়েস্তা কোরেশী, আলতাফ কোরেশী, ফয়জুনুর কোরেশী, মকুল কোরেশী, অধ্যক্ষ আব্দুর রহমান, সৈয়দ আবুবক্কর-সৈয়দ হিলাল, মোঃ রেজুওয়ান কোরেশী,মারজান কোরেশী, মোঃ নেওয়াজ-সাইদুল হক,টিপু কোরেশী,সৈয়দ সাহবির আহমদ, তানভীর কোরেশী, শেখ মকছিন প্রমুখ।
উদ্বোধণী খেলায় অংশ নেয় ইয়্যাংম্যান ক্রিকেট ক্লাব (সৈয়দপুর) ও গ্রামীন ক্রিকেট ক্লাব (পাটকুড়া)। এ খেলায় গ্রামীণ ক্রিকেট ক্লাবকে হারিয়ে ইয়্যাংম্যান ক্রিকেট ক্লাব জয়ী হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version