স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে ৪৪জন নারীর মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া,পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে বেকার নারীদেরকে সেলাই প্রশিক্ষন দেয়া হয়। যার অংশ হিসেবে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
Leave a Reply