স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের উদ্যোগে কেশবপুর বাজারসহ প্রধান সড়কে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, কেশবপুর বাজার কমিটির সার্বিক সহযোগিতায় ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এরআগে জগন্নাথপুর সদরসহ সৈয়দপুর বাজারে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতাল পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।