স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কিছু সংখ্যক ঠিকাদারদের কারণে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হচ্ছে। কিছু ঠিকাদারদের নিকট আমরা জিন্মি হয়ে পড়েছে। বর্তমান সরকারের শাসনামলে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জসহ সারাদেশে ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড বাস্তবায়ন হওয়ার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ঠিকাদারদের কারণে সময়মতো কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সরকার প্রতিটি কাজের শুরুতে অর্থসহায়তা প্রদানের পরও ঠিকাদাররা কাজ শেষ না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছর সময় লাগায় বিস্ময় প্রকাশ করে বলেন, এসব বিষয় নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ভাবতে হবে। এছাড়াও তিনি জগন্নাথপুর ভবেরবাজার- নয়াবন্দর কাঠালখাইড় রাস্তা দীর্ঘদিনেও ঠিকাদার শেষ না করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,