স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুরে সালিশ বৈঠকে কথাকাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘের ঘটনায় আহত হয়েছেন ৪ জন। গুরুত্বর আহত ২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। অপর আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বুধবার রাতে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুস সালাম ও একই গ্রামের অলিউর রহমানের পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে গত রমজান মাসে মারামারি ঘটনা ঘটে। এ বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে বুধবার রাত ১০ টায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন আহত হন। গুরুত্বর আহত আব্দুস সালাম (৩৮) ও রফু মিয়া (৩২ কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত অলিউর রহমান (২৮) ও সাজিদুর রহমান (৩৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিস্পত্তির জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।