Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সালিশ বৈঠকে সংর্ঘষে আহত -৪

স্টাফ রির্পোটার ::
জগন্নাথপুরে সালিশ বৈঠকে কথাকাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘের ঘটনায় আহত হয়েছেন ৪ জন। গুরুত্বর আহত ২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। অপর আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বুধবার রাতে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুস সালাম ও একই গ্রামের অলিউর রহমানের পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে গত রমজান মাসে মারামারি ঘটনা ঘটে। এ বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে বুধবার রাত ১০ টায় গ্রামে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন আহত হন। গুরুত্বর আহত আব্দুস সালাম (৩৮) ও রফু মিয়া (৩২ কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত অলিউর রহমান (২৮) ও সাজিদুর রহমান (৩৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিস্পত্তির জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version