স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রম প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অনলাইন বাজার চালু করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবক অনলাইন বাজার পরিচালনা করছেন। জগন্নাথপুর পৌর শহরে নিত্যপ্রয়োজনীয় এসন পণ্য অনলাইনে অর্ডার দিলে অনলাইন বাজারের কর্মীরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। প্রতিদিন সকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর মুল্য তালিকা অনলাইন বাজার ফেসবুক পেজে আপলোড করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জগন্নাথপুর এর ফেসবুক পেজে ১ মে অনলাইন বাজারের আহ্বান জানানো হলে পৌর এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবক তরুণ আগ্রহ প্রকাশ করে জগন্নাথপুর বাজারের নিত্যপণ্যর কয়েকটি দোকানের সাথে চুক্তিবদ্ধ হয়ে অনলাইন বাজার চালু করে। পরিবহন খরচ বাদে কমপক্ষে এক হাজার টাকার অর্ডার দিলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাঁরা। প্রতিদিন সকালে পণ্যের দাম আপলোড করা হচ্ছে। তারপর অর্ডার অনুযায়ী মালামাল পৌঁছে দেওয়া হয়।
তাদের একজন জগন্নাথপুর গ্রামের তরুণ শাহ আলম জানান, করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে জীবানুনাশক স্প্রে, ত্রাণ বিতরণ সহ নানা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। যার ধারাবাহিকতায় ইউএনওর আহ্বানে সাড়া দিয়ে অনলাইন বাজারে যুক্ত হয়ে ঘরে ঘরে নিত্যপন্য পৌঁছে দিচ্ছি।সাড়া মিলছে বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন, করোনা সংক্রমণে জনসমাগম এড়িয়ে কীভাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করা যায় এভাবনা থেকে জগন্নাথপুর পৌর শহরে অনলাইন বাজার চালুর উদ্যাগ নেই।
শুরুতে পৌর শহরে সাড়া মিলছে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্যক্তা তৈরির মাধ্যমে অনলাইন বাজার চালু করা হবে। তিনি বলেন ঈদকে সামনে রেখে জনসমাগম এড়াতে সামাজিক দুরত্ব নিশ্চিতে অনলাইন বাজার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।