সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষাক্ত সাপের ছোবলে কবির আহমদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। মৃত যুবক উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী উত্তরপাড়া (সুলতানপুর) গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে কবির আহমদ তার নিজ বাড়ির নিকটবর্তীখালে জমে থাকা কচুরিপনা সরানোর জন্য পরিস্কার পরিচ্ছিন্নতার কাজ করছিল।
হঠাৎ করে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে মূর্হুতের মধ্যে তিনি বিষের যন্ত্রনায় ছটফট করতে করতে এক সময় ঢলে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি
মেকিলে কলেজে প্রেরণ করলে পথিপধ্যে তিনি মারা যান।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাঃ ফারুক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে সাপের কামড়ের আক্রান্ত এক ব্যক্তিস্বাস্থ্য এলে আমরা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেছি।