স্টাফ রিপোর্টার:: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল চলছে। সোমবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা নৌকা নৌকা শ্লোগান দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা সদরে এসে মনোনয়নপত্র দাখিল কলেছেন, চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, কলকলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দ্বিপক কান্তি দে দীপাল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গয়াছ মিয়া,পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়া, জাতীয়পার্টি নেতা দবির মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম রানা, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী আব্দুল হাফিজ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমদ, আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু ঈমানী, আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খাঁন, স্বতন্ত্র প্রার্থী হিরা মিয়া, পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ,আওয়ামীলীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল ও বিএনপির বিদ্রোহী প্রার্থী দবিরুল ইসলাম।
সাধারণ সদস্য পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে সদস্য ১ নং ওয়ার্ডে আব্দুল হাই, ছুবা মিয়া, কামাল হোসেন, ৩ নং ওয়ার্ডে আমির উদ্দিন, ৪ নং ওয়ার্ডে ওয়াদুর রহমান,আজিজুর রহমান,তারা মিয়া বাতির আহমদ, ৬নং ওয়ার্ডে আবুল হাশিম, ছমিরুল হক, আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে হাফিজুর রহমান, মোহাম্মদ রব্বানী, শাহা বাহাদুর রহমান ময়না, ৮ নং ওয়ার্ডে অজিত কুমার দাশ, ৯নং ওয়ার্ডে সিরাজ মিয়া ১,২,৩নং সংরক্ষিত সদস্য হালিমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে রুপিয়া বেগম, রাফিকা বেগম, রীতা রানী দে,৭,৮,৯নং ওয়ার্ডে মাছুদা বেগম, পাটলী ইউনিয়নে সাধারণ ওয়ার্ড ১ নং সিরাজুল আলম, ৩ নং ওয়ার্ডে জুনাব আলী ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ৬নং ওয়ার্ডে মুক্তার মিয়া কুরেশী, ৭নং ওয়ার্ডে জুবের আহমদ, কিসমত আলী, আহমদ হোসেন, ৯নং ওয়ার্ডে নেছার আলী, মিছবুর রহমান, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে ছায়ারুন নেছা, দিলারা বেগম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য রনধির কান্ত দাশ, ৩নং ওয়ার্ডে আব্দুল মনাফ, ৪নং ওয়ার্ডে আব্দুল গফফার, রফিক মিয়া, ৫নং ওয়ার্ডে রুবেল মিয়া, আবু তাহের, ৬নং ওয়ার্ডে নুরুল হোসেন, ৭নং ওয়ার্ডে হাজী সিরাজুল আলী, মনির উদ্দিন, জকন মিয়া, সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ডে রাহিমা বেগম, নেওয়া বেগম, সাকিরুন বেগম, রানীগঞ্জ ইউনিয়নের সাধারণ সমস্য ১নং ওয়ার্ডে ইসলাম আহমদ,নিবারন দাশ, ৭নং ওয়ার্ডে জামিল আহমদ, ৮নং ওয়ার্ডে লাল মিয়া, ৯নং ওযার্ডে ওলি মিয়া, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে শেলী রানী দাশ,
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সাধারণ সদস্য ৪নং ওয়ার্ডে সৈয়দ শাহ তানভীর আহমদ,সৈয়দ লিলু মিয়া, ৫নং ওয়ার্ডে রাহিন মিয়া, গৌছ মিয়া, আকিক মিয়া, ৭নং ওয়ার্ডে ছুরুক মিয়া, সামছুদ্দিন কামালী, ৮নং ওয়ার্ডে মোতাহির আহমদ কামালী, ৯নং ওয়ার্ডে আব্দুল মনাফ, আশারকান্দি ইউনিয়নে ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ,২নং ওয়ার্ডে রাহেল মিয়া, রফিক আলী, ৩নং ওয়ার্ডে আব্দুল ওয়াহিদ, আব্দুল গফুর খান,৪নং ওয়ার্ডে মোহাম্মদ আছলম উদ্দিন, নজরুল আলী, ৬নং ওয়ার্ডে মোবারক হোসেন, খছরু মিয়া, ৭নং ওয়ার্ডে আব্দুল গফফার, শাহ আলম, ৮নং ওয়ার্ডে ফজলু মিয়া, ফয়জুন নুর, ৯নং ওয়ার্ডে বকুল চন্দ্র দাশ,১,২,৩নং ওয়ার্ডে সম্পা রানী রায়, ৪,৫,৬ নং সংরক্ষিত রাজনা বেগম, লুচুকা খানম,
পাইলগাঁও ইউনিয়নে ১নং ওয়ার্ডে শাহান আহমদ, শামীম হোসেন, ২নং ওয়ার্ডে আব্দুস শহীদ, ৩নং ওয়ার্ডে হালিম উদ্দিন ৪নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম, ৭নং ওয়ার্ডে হাফিজুর রহমান ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Leave a Reply