Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সাংবাদিক সিরাজুল ইসলামের মাতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতা ফুলবাহার বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুরস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফুলবাহার বেগম বিশিষ্ট সমাজসেবী মৃত হারিছ উল্যার স্ত্রী।
আজ শুক্রবার সকালে নিজ বাড়ীর আঙিনায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবার ও জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, নির্বাহী সদস্য আলী আহমেদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ, রেজোয়ান কুরেশি প্রমুখ
শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Exit mobile version