স্টাফ রির্পোটার :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্র মিশিগান শাখা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান কামরাখাই গ্রামের বাসিন্দা মো: আব্দুল হাফিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন। বিপুল সংখ্যক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল হাফিজ এলাকার অসহায় দু:খী মানুষের কল্যানের পাশাপাশি জনসাধারনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিসহ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার দাবী জানিয়ে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করে বক্তব্য রাখেন। এসময় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা প্রবীন মুরব্বী হাজি আব্দুল লতিফ, সাবেক ইউপি সদস্য আব্দুল মুহিত, আব্দুর রকিব, আব্দুল হাই কালা মিয়া, দ্বীপক কুমার দাস, সাবেক ইউপি সদস্য তাপস দাস (আপস), আব্দুস সত্তার, সাবেক ইউপি সদস্য বিধু ভুষন চৌধুরী, সুবোধ চৌধুরী, মাখন দাস, হাজি দিল সুন্দর, মুক্তিযোদ্ধা নিখিল দাস, রতন দাস প্রমূখ।