রেজুওয়ান কোরেশী::
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ।
শনিবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-
জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা বেগম।
উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিনা বেগম শিরিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লুবনা বেগম, মারুফা খানম সেলি,রোমা প্রমুখ।
এর আগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে উপজেলার মিরপুর বাজারে আরেকটি সভা অনুষ্ঠিত হয়।