স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, বাঙ্গালী জাতির রয়েছে গৌরবউজ্জ্বল সমৃদ্ধ ইতিহাস। আর এই ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে সুনামগঞ্জের মানুষ। রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও শিল্প সংষ্কৃতির ইতিহাসে যুগ যুগ ধরে সুনামগঞ্জবাসী ইতিহাসে অমলীন হয়ে আছেন। ইতিহাসের এই ধারাবাহিকতায় এ জনপথের প্রয়াত রাজনৈতিক নের্তৃবৃন্দ আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, করুনা সিন্ধু,বরুণ রায়,আব্দুর রইছ, আব্দুস জহুরের মতো রাজনৈতিক নেতারা সারা জীবন সততার সহিত মানুষের জন্য দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানেও আমাদের জেলার কৃতিসন্তান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সততার সহিত দায়িত্ব পালন করছেন। আমি তাদের পথ অনুসরন করে সততার সহিত কাজ করে নান্দনিক সুনামগঞ্জ হিসেবে বাংলাদেশে সুনামগঞ্জকে ব্যান্ডিং করতে কাজ করছি। তিনি বলেন, শুধু রাজনীতি নয় রাধারমণ, হাছনরাজা, আব্দুল করিমসহ গুনী শিল্পীরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই সমৃদ্ধি আমাদের এগিয়ে নিতে হবে। যার জন্য জেলা পরিষদের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির চর্চ্চাকে প্রসারিত করতে কাজ করছি। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি এদেশের তরুণ প্রজন্মরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অপূর্ব বাংলাদেশের নাগরিক হবে। তাই অপূর্ব বাংলাদেশ বির্নিমানে আমি কাজ করছি।
এসময় জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, গত দুই বছর আগে আর্টস্কুলর সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য সফরে গেলে আর্টস্কুলের বিষয়ে আমার সাথে প্রথম আলোচনা করে সেই থেকে আর্ট স্কুলে আসার সংকল্প ছিল। আজ ছোট শিশু কিশোরদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে ভাল লাগছে। তিনি আর্ট স্কুলের উন্নয়নে ১ লাখ টাকার অনুদান ঘোষনা দেন। সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনী ১১০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ১ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আর্ট স্কুলের ষষ্ট চিত্র প্রর্দশনী সমাপ্ত হবে। পরে আর্টস্কুলের পক্ষ থেকে জগন্নাথপুরের সন্তান প্রধান অতিথি ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনসহ অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।