Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, বাঙ্গালী জাতির রয়েছে গৌরবউজ্জ্বল সমৃদ্ধ ইতিহাস। আর এই ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে সুনামগঞ্জের মানুষ। রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও শিল্প সংষ্কৃতির ইতিহাসে যুগ যুগ ধরে সুনামগঞ্জবাসী ইতিহাসে অমলীন হয়ে আছেন। ইতিহাসের এই ধারাবাহিকতায় এ জনপথের প্রয়াত রাজনৈতিক নের্তৃবৃন্দ আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, করুনা সিন্ধু,বরুণ রায়,আব্দুর রইছ, আব্দুস জহুরের মতো রাজনৈতিক নেতারা সারা জীবন সততার সহিত মানুষের জন্য দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানেও আমাদের জেলার কৃতিসন্তান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সততার সহিত দায়িত্ব পালন করছেন। আমি তাদের পথ অনুসরন করে সততার সহিত কাজ করে নান্দনিক সুনামগঞ্জ হিসেবে বাংলাদেশে সুনামগঞ্জকে ব্যান্ডিং করতে কাজ করছি। তিনি বলেন, শুধু রাজনীতি নয় রাধারমণ, হাছনরাজা, আব্দুল করিমসহ গুনী শিল্পীরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই সমৃদ্ধি আমাদের এগিয়ে নিতে হবে। যার জন্য জেলা পরিষদের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির চর্চ্চাকে প্রসারিত করতে কাজ করছি। তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি এদেশের তরুণ প্রজন্মরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অপূর্ব বাংলাদেশের নাগরিক হবে। তাই অপূর্ব বাংলাদেশ বির্নিমানে আমি কাজ করছি।
13230169_1246452278717924_6489483109647902175_n তিনি জগন্নাথপুর আর্ট স্কুলের খুদে শিক্ষার্থীদের আঁকা প্রর্দশিত ছবির প্রশংসা করে বলেন, এই শিশুদের চিত্রে ফুটে উঠেছে আমাদের প্রিয় বাংলাদেশের প্রতিচ্ছবি যা প্রশংসনীয়। এসব প্রর্দশনী ও শিল্প সংষ্কৃতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আর্টস্কুলের উদ্যোগে সপ্তাহ ব্যাপী চিত্র প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রনব কুমার বণিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চিত্রশিল্পী মোবাশ্বীর মজুমদার, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহানা মজুমদার, টেলিওগ্রাফ আর্টিস আরিফুর রহমান, সিলেট জেলা কালচারেল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, জগন্নাথপুর আর্ট স্কুলের উপদেষ্ঠা মাহবুবুল হক শেরিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জগন্নাথপুর আর্ট স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী জুনায়েদ আহমদ সজল,প্রশিক্ষক ফাতেমা আক্তার শিপা, কুশল রায় প্রমুখ
এসময় জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, গত দুই বছর আগে আর্টস্কুলর সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য সফরে গেলে আর্টস্কুলের বিষয়ে আমার সাথে প্রথম আলোচনা করে সেই থেকে আর্ট স্কুলে আসার সংকল্প ছিল। আজ ছোট শিশু কিশোরদের মিলনমেলায় উপস্থিত হতে পেরে ভাল লাগছে। তিনি আর্ট স্কুলের উন্নয়নে ১ লাখ টাকার অনুদান ঘোষনা দেন। সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনী ১১০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ১ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আর্ট স্কুলের ষষ্ট চিত্র প্রর্দশনী সমাপ্ত হবে। পরে আর্টস্কুলের পক্ষ থেকে জগন্নাথপুরের সন্তান প্রধান অতিথি ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনসহ অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।

Exit mobile version