স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার নিহত রেখা বেগমের স্বামী সুহেল মিয়া বাদী হয়ে সড়ক ও পরিবহন আইনে ওই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেন।
পরে আটক ট্রাক চালক হরিদাস বর্মনকে (৪৫) গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হরি দাস বর্মন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বড়ুয়াপাড়া গ্রামের রনেশ বর্মনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর ট্রাকটিসহ ওই ট্রাক চালককে আটক করা হয়। সোমবার মামলা দায়ের পর ট্রাক চালককে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিকেল সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের কলকলিয়া ইউনিয়নের খালিশ নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে রেখা বেগম (৪০) নামের এক নারী নিহত হন। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রেখা বেগম ছাতক উপজোলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (সুলেমানপুর) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। আহতরা হলেন, রেখা বেগমের শাশুড়ি আয়জান বিবি (৬৫), ননদ রেনু বেগম (৩৩), অটোরিকশা চালক শফিক মিয়া (৩০) ও যাত্রী জাকির মিয়া (২২)।