স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে রাজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর নুরের ছেলে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরের রানীগঞ্জের আলীপুর এলাকা থেকে ফুটবল খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিল রাজন মিয়াসহ তার তিনবন্ধু। মহাসড়কের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার দিকে একটি টমটম গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা নাভানা কোম্পানির কাভার্ড ভ্যান গাড়ীর সঙ্গে মুখামুখি সংঘর্ষ বাধে মোটরসাইকেলের। এতে গুরুত্বর আহত তিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্যকেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে রাজন কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যায়। রাজন মোটরসাইকেলের পিছনে বসেছিল।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাভার্ড ভ্যানগাড়ী আটক করা হয়েছে।
Leave a Reply